Saturday, July 4, 2020

Life Is Beautiful - 1997

লিখেছেন সাইফুল আলম
-----------------------------
মুভিটি এখানে পাবেনঃ Life Is Beautiful - 1997
পরিচালকঃ Roberto Benigni
অভিনয়েঃ Roberto Benigni, Giorgio Cantarini, Nicoletta Braschi এবং আরও অনেকে।
আইএমডিবি রেটিং - ৮.৬/১০ (৬ লক্ষ ভোট)

চলচ্চিত্রের ইতিহাসে এমন সুন্দর মুভি খুব কম তৈরি হয়েছে। আমি তো বলব, একজন মুভিপ্রেমী হিসেবে যে এই মুভিটা দেখে নাই, সে আসলে জীবনে বড় কিছু মিস করেছে। অনেকে হয়তো আমার এই কথাগুলো পড়ে হাসতেছে কিংবা আমাকে চাপাবাজ ভাবতেছে। সমস্যা নাই, ভাবতেই পারেন। তবে যারা দেখেছে তারা এমন কিছু ভাববে না বলে আমার দৃঢ় বিশ্বাস। মুভির কাহিনী নিয়ে কিছুই বলছি না।

কয়েকটা সংলাপ তুলে ধরার চেষ্টা করছি। যদিও শুধুমাত্র সংলাপ দিয়ে মুভির সেই পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরা অসম্ভব। মুভির নায়ক আসছে নতুন এলাকায়, ভাঙাচোরা ব্রেকহীন গাড়িতে করে ঘুরছে সে। কবুতরের চাপে নায়িকা উড়ে এসে পড়লো নায়কের ঘাড়ে। নায়কের সংলাপঃ
What a place here! It's beautiful! Pigeons fly, women fall from the sky. I am moving here.
চাচার হোটেলে গেছে নায়ক আর তার সহকারী। চাচা ঘুরে ঘুরে হোটেলের এটা ওটা দেখাচ্ছে। চাচার মুখে সংলাপঃ
Nothing is more necessary than the unnecessary.
নায়িকার স্কুলে গিয়ে স্কুল পরিদর্শকের পরিচয়ে সেই দৃশ্য, প্রধান শিক্ষকের চাপে পড়ে 'ইতালিয়ানরা কেন সেরা' বিষয়ে নায়কের সেই বক্তৃতা! ছেলের মন ভালো রাখতে জার্মান ভাষার অনুবাদ...

সত্যি বলতে এই মুভির প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ অসাধারণ।

Schindler's List - 1993



লিখেছেন সাইফুল আলম
----------------------------
মুভিটি পাবেন এখানেঃ
Schindler's List - 1993


পরিচালকঃ Steven Spielberg
অভিনেতাঃ Liam Neeson, Ralph Fiennes, Ben kingsley
জনরাঃ Biography, Drama, History
আইএমডিবি রেটিংঃ 8.9/10


কাহিনীসংক্ষেপঃ
২য় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত অসাধারণ এক মুভি Schindler's List। জার্মান সৈন্যরা পোল্যান্ড দখল করে নেওয়ার পর পোল্যান্ডের সব ইহুদিদের বিভিন্ন শহরে পুনর্বাসিত করছিল, ঠিক তখনই পোল্যান্ডে ব্যবসায়ের উদ্দেশ্যে আগমন ঘটে জার্মান ব্যবসায়ী অস্কার সিন্ডলার এর। সিন্ডলার এর উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় ক্যাম্পে পশুপাখির মত জীবনযাপন করা ইহুদী যুদ্ধবন্দীদের নিজের কারখানার শ্রমিক হিসেবে ব্যাবহার করে অর্থলাভ করা। অর্থলাভ তিনি করছিলেনও। কিন্তু একটা পর্যায়ে যুদ্ধবন্দীদের প্রতি নাৎসিবাহিনীর অমানবিকতা দেখে সিন্ডলার বুঝতে পারেন মানুষ জীবন কতটা মূল্যবান। সিন্ডলারের মানবিক সত্ত্বা জেগে ওঠে এবং তিনি... থাক আর বলা ঠিক হবে না।

মুভির শেষ দৃশ্যে গিয়ে আপনার মনে হবে, "আহ! যদি একটু চিৎকার করে কাঁদতে পারতাম!"


It's a Wonderful Life - 1946

লিখেছেন সাইফুল আলম
------------------------------
মুভিটি এখানে পাবেনঃ It's a Wonderful Life - 1946
জনরা - ড্রামা/ফ্যান্টাসি
পরিচালকঃ Frank Capra
অভিনয়েঃ James Stewart, Donna Reed ও Lionel Barrymore।
আইএমডিবি রেটিং - ৮.৬/১০
রটেন টোমাটোজ পছন্দের হার - ৯৩%

মানুষের জীবন গুরুত্বপূর্ণ, একজন ভালো মানুষের জীবন আরও বেশি গুরুত্বপূর্ণ। জর্জ বেইলি একজন ভালো মানুষ, সারাজীবন সহজসরল জীবনযাপন করেছেন, মানুষকে সাহায্য করেছেন। এই সরল মানুষটি পড়ে গেল মহাবিপদে, এমন বিপদ যে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। ঠিক এমন সময় এক এঞ্জেল এর আবির্ভাব বেইলিকে বাঁচাতে। বেইলিকে তার পিছনের জীবনে নিয়ে যায় সেই এঞ্জেল যেখানে বেইলির কোনো অস্তিত্বই নাই।

কী ছিল বেইলির সেই বেইলিহীন জীবনের অভিজ্ঞতা? বেইলি কি আত্মহত্যার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিল? দেখতে হবে...

সাদাকালো আমলের সিনেমা, প্রথম দিকে বোরিং লাগতে পারে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে আপনি অসাধারণ বলতে বাধ্য হবেন এই ব্যাপারে আমি নিশ্চিত।

Forrest Gump - 1994

লিখেছেন সাইফুল আলম
-----------------------------
মুভিটি পাবেন এখানেঃ Forrest Gump - 1994

নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে ও সততার সাথে পালন করলে জীবনে কত দূর যাওয়া যায় তার উদাহরণ এই ফরেস্ট গাম্প। বাবাহীন ফরেস্ট গাম্পের বসবাস মায়ের সাথে, হাঁটতে পারে না সে ঠিকমতো। মা চাই ছেলে স্বাভাবিক মানুষের মতোই বড় হোক। পাড়ার ছেলেরা তাকে স্বাভাবিক থাকতে দেয় না, রাতদিন জ্বালায় ছেলেটাকে। স্কুলে যাওয়া আসার পথে তাকে আক্রমণ করে তারা। একমাত্র বন্ধু জেনি যে কিনা তার সাথে একটু কথা বলে। আর বলতে চাই না... রান ফরেস্ট রান...


টম হ্যাঙ্কস নামক প্রিয় অভিনেতা অভিনয় করেছেন ফরেস্ট গাম্প চরিত্রে। তার ক্যারিয়ারের সেরা মুভি এটা। তার ক্যারিয়ার কেন বলছি? এটা তো আসলে ইতিহাসেরই অন্যতম সেরা মুভি।


রবার্ট জেমেকিস পরিচালিত এই মুভিটির আইএমডিবি রেটিং ৮.৮/১০। কত ভোটের রেটিং জানেন? ১৭ লক্ষ ৪০ হাজার ভোট! এখনও না দেখে থাকলে আর দেরী করবেন না।

The Good, the Bad and the Ugly - 1966

লিখেছেন সাইফুল আলম
-----------------------------
মুভিটি পাবেন এখানেঃ The Good, the Bad and the Ugly - 1966
একটানা ২ ঘন্টা ৫৮ মিনিট ৪১ সেকেন্ড টান টান উত্তেজনায় ভরপুর সিনেমার নাম The Good, the Bad and the Ugly

বিস্তারিত আর কিছুই বলব না। কারণ, আর কিছু বলার দরকারই হবে না। দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবেন বলে মনে হয় না। আমি অন্তত সেটা পারি নাই। ভয়ঙ্কর সুন্দর আবহসঙ্গীত সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে।

Sergio Leone এর পরিচালনায় ১৯৬৬ সালে ইতালিতে নির্মিত হয়েছিল সিনেমাটি। আইএমডিবি রেটিং ৮.৮! সিনেমাটি উপভোগ করেছেন এমন মানুষের ৯৪% এটি পছন্দ করেছে। দ্যা গুড, দ্যা ব্যাড এবং দ্যা আগলি'র ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে Clint Eastwood, Lee Van Cleef এবং Eli Wallach।

উত্তেজনাপ্রিয় সিনেমাপ্রেমীরা দেখে ফেলতে পারেন ক্লাসিক এই সিনেমাটি।

12 Angry Men - 1957

লিখেছেন এব্লু বিশ্বাস রবি
------------------------------
মুভিটি এখানে পাবেনঃ 12 Angry Men - 1957

পুরো মুভিটাই সাসপেন্সে ভরপুর। খুব জটিল কোন কাহিনী নয়। পুরো মুভিতে আপনি কেবলমাত্র তিনটি জায়গা দেখতে পাবেন। আদালত কক্ষ, গোপনকক্ষ, আদালতের বহিঃপ্রাঙ্গন! মুভি শুরু হয় আদালত কক্ষে একটি বিচারকার্য চলাকালীন অবস্থায়। এক অপরাধীর উপর নিজের পিতাকে হত্যার অভিযোগ আনা হয়। বিচারপতি মামলার শুনানি সম্পন্ন করে জুরিবোর্ডে থাকা ১২ বিচারককে তাদের রায় জানানোর জন্য সময় দিয়ে গোপন কক্ষে প্রেরণ করেন। প্রথম পর্যায়ে জুরিবোর্ডে থাকা ১২ জনের মধ্যে ১১ জন অপরাধীকে দোষী সাব্যস্ত করেন, কিন্তু বাকি একজন তাকে নির্দোষ দাবি করেন। এখান থেকেই আপনি মুভিতে প্রবেশ করবেন। কেবলমাত্র একটি সেটে পুরো মুভিটি দৃশ্যায়ন করে পরিচালক তাক লাগিয়ে দিয়েছিলেন। বিখ্যাত মুভিটি পরিচালনা করেছেন সিডনি লুমেট।


অভিনয়েঃ হেনরি ফন্ডা, লি জে. কব, এড বিগ্লে, ই. জি. মার্শাল, জ্যাক ওয়ার্ডেন।
আইএমডিবি রেটিং: ৮.৯/১০
পার্সোনাল রেটিং: ১০/১০
হ্যাপি ওয়াচিং!

The Shawshank Redemption - 1994

লিখেছেন এব্লু বিশ্বাস রবি
------------------------------
মুভিটি পাবেন এখানেঃ The Shawshank Redemption - 1994

সিনেমাটা স্টিফেন কিং এর উপন্যাসিকা ‘রিটা হেওয়ার্থ অ্যান্ড শশ্ঙ্ক রিডেম্পশন’ অবলম্বনে নির্মিত।

কিছু কিছু মুভি আছে যা দেখার পর তার ভালোলাগাটা অনেকক্ষণ, অনেকদিন থেকে যায়। The Shawshank Redemption ঠিক তেমন একটি মুভি; একদম অন্যরকম। নিজের স্ত্রী ও তার প্রেমিককে হত্যার দায় মাথায় নিয়ে জেলে যায় এন্ডি ডুফ্রেসনে (টিম রবিন্স)। সেখানে তার পরিচয় হয় এলিস বয়েড রিডিং (মর্গান ফ্রিম্যান) এর সাথে। ধীরে ধীরে জেলার থেকে শুরু করে কয়েদি সবার কাছেই প্রিয়পাত্র হয়ে উঠতে শুরু করেন এন্ডি ডুফ্রেসনে। কেন, কী কারণে সেটা আপনারাই দেখে নিতে পারেন। এখানে বলে দিলে মুভির মজাটাই চলে যাবে। সাজা কাটার প্রায় ১৯ বছর পর সে তার স্ত্রী ও প্রেমিকের হত্যা বিষয়ে জানতে পারে চমকপ্রদ তথ্য। কিন্তু তাতে কোন লাভ হয় না। অবশ্য সেটার কোন প্রয়োজনও ছিল না। কারণ, ডুফ্রেসনে তার মুক্তির পথ  খুঁজে নিয়েছিল জেলে ঢুকেই এবং সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছিল।

মুভিতে একসময় অতি বিখ্যাত এই বাক্যটি উচ্চারিত হয়- Hope is a good thing, May be the best of things, And no good things ever dies. এই মুভির মূল ম্যাসেজ হল "আশায় বাঁচো"! টিম রবিন্স এবং মর্গান ফ্রিম্যানের অভিনয় এককথায় অনবদ্য ছিল। ব্যক্তিগতভাবে আমি মর্গান ফ্রিম্যানের অভিনয়ের ভক্ত। এই মুভিটা আপনার মধ্যে বিন্দুমাত্র বিরক্তি আনবে না। বরং আপনার মনে হবে মুভিটা বোধহয় ৫/৬ ঘন্টা সময়ব্যাপী হলে আরো ভালো হত। চাইলে আপনিও দেখে নিতে পারেন এই অসাধারণ মুভিটি।

আইএমডিবি রেটিং - ৯.৩/১০। (১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই অসাধারণ মুভিটি আইএমডিবি লিস্টে এখনও এক নাম্বার স্থান দখল করে আছে।)

The Godfather - 1972

লিখেছেন সাইফুল আলম
------------------------------
দেখে ফেললাম বিখ্যাত সিনেমা দ্যা গডফাদার (১৯৭২)। মুভিটি এখানে পাবেন The Godfather - 1972

সত্যি কথা বলি, এই সিনেমা আগে একবার দেখা শুরু করে গডফাদারের মেয়ের বিয়ের অনুষ্ঠান পর্যন্ত দেখেছিলাম। আমার মনে হয়েছিল অতিরিক্ত সময় খেয়ে ফেলতেছে অযথা।

গতকাল রাতে আবার দেখা শুরু করি এবং সিদ্ধান্ত নিই ভালো লাগুক আর মন্দ লাগুক, শেষ না করে বন্ধ করব না। প্রায় ৩ ঘন্টা সময় চলে গেল কিভাবে বুঝতেই পারিনি।

আমিই ভুল ছিলাম। আগেই ধারণা করে রেখেছিলাম এটা ওভাররেটেড সিনেমা। না দেখার পিছনে আরও একটি কারণ ছিল অতিরিক্ত ভায়োলেন্স আশা করেছিলাম আমি। কিন্তু এমন ধারণা ছিল একেবারেই ভুল। অতিরিক্ত কোনো ভায়োলেন্স নাই, অথচ গা ছমছমে আবহ পুরো সিনেমা জুড়ে। বিশেষ করে জাদরেল গদফাদার দাদা যখন তার ছোট ছেলের বাচ্চাটার সাথে খেলতে খেলতে মারা গেল! আহ, এই এক দৃশ্যেই পয়সা উসল!

Friday, July 3, 2020

Mississippi Burning - 1988

লিখেছেন - সাইফুল আলম
--------------------------------
মূলত প্রিয় অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোরমান্ড এর অভিনয় দেখার জন্য মুভিটি দেখতে বসেছিলাম। দুইবারের অস্কার বিজয়ী এই অভিনেত্রীর ক্যারিয়ারের একেবারে প্রথম দিককার মুভি এটি। ব্লাড স্যাম্পল - ১৯৮৪ তার ফিল্ম ক্যারিয়ারের প্রথম মুভি, মিসিসিপি বার্নিং সম্ভবত তার ২য় মুভি। মিসিসিপি বার্নিং মুভিতে অভিনয় করে অস্কার পুরস্কারের জন্য নমিনেশন পেলেও শেষ পর্যন্ত পুরস্কারটি পাননি তিনি।

অনেকটা সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত মুভিটির কাহিনী আবর্তিত হয়েছে মূলত কৃষ্ণাঙ্গদের প্রতি শেতাঙ্গদের দৃষ্টিভঙ্গির বিষয় নিয়ে। আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে ১৯৬৪ সালের দিকে তিনজন নাগরিক অধিকার কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয় শেরিফের অফিসের প্রত্যক্ষ তত্ত্ববধানে। হত্যার শিকার হওয়া সেই তিনজনের দুইজন শেতাঙ্গ, একজন কৃষ্ণাঙ্গ। শেতাঙ্গ দুইজনকে হত্যা করার কারণ জানেন? তারা কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করেছে! ঘটনাটি তদন্ত করতে আসে এফবিআই এর দুই সদস্য বিশিষ্ট একটি দল। কিন্তু তারা সেখানে এসে বুঝতে পারে এই ঘটনা তদন্ত করা সহজ হবে না। সহজ হবে না বলে তো আর তারা ফিরে যেতে পারে না, তাই না?

বেস্ট সিনেমাটোগ্রাফি ক্যাটেগরিতে অস্কার বিজয়ী এই মুভিটি নিয়ে আমাদের এখানে বা অন্য কোনো ফেসবুক গ্রুপে কেউ লিখেছে বলে মনে করতে পারছি না। প্রচলিত অর্থে তারকা বলতে যা বোঝায় এই মুভিতে তেমন কেউ নাই বলেই এমনটা হয়েছে বলে আমার ধারণা। অথচ মুভিটি একবার দেখতে বসলে শেষ না করে আপনি উঠতে পারবেন না।

দুই এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে জিন হ্যাকম্যান (রুপার্ট অ্যান্ডারসন) এবং উইলেম ড্যাফো (এজেন্ট অ্যালান ওয়ার্ড)। ডেপুটি শেরিফের স্ত্রী মিসেস পেল এর চরিত্রে অভিনয় করেছেন প্রিয় অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোরমান্ড। স্টার না হলেও তারা নিজেদের যোগ্যতায় পিছিয়ে নাই একটুও।

অ্যালান পার্কার পরিচালিত মিসিসিপি বার্নিং মুভিটির আইএমডিবি রেটিং ৭.৮/১০ (৮৪,৫০০ ভোট)।