Saturday, July 4, 2020

Schindler's List - 1993



লিখেছেন সাইফুল আলম
----------------------------
মুভিটি পাবেন এখানেঃ
Schindler's List - 1993


পরিচালকঃ Steven Spielberg
অভিনেতাঃ Liam Neeson, Ralph Fiennes, Ben kingsley
জনরাঃ Biography, Drama, History
আইএমডিবি রেটিংঃ 8.9/10


কাহিনীসংক্ষেপঃ
২য় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত অসাধারণ এক মুভি Schindler's List। জার্মান সৈন্যরা পোল্যান্ড দখল করে নেওয়ার পর পোল্যান্ডের সব ইহুদিদের বিভিন্ন শহরে পুনর্বাসিত করছিল, ঠিক তখনই পোল্যান্ডে ব্যবসায়ের উদ্দেশ্যে আগমন ঘটে জার্মান ব্যবসায়ী অস্কার সিন্ডলার এর। সিন্ডলার এর উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় ক্যাম্পে পশুপাখির মত জীবনযাপন করা ইহুদী যুদ্ধবন্দীদের নিজের কারখানার শ্রমিক হিসেবে ব্যাবহার করে অর্থলাভ করা। অর্থলাভ তিনি করছিলেনও। কিন্তু একটা পর্যায়ে যুদ্ধবন্দীদের প্রতি নাৎসিবাহিনীর অমানবিকতা দেখে সিন্ডলার বুঝতে পারেন মানুষ জীবন কতটা মূল্যবান। সিন্ডলারের মানবিক সত্ত্বা জেগে ওঠে এবং তিনি... থাক আর বলা ঠিক হবে না।

মুভির শেষ দৃশ্যে গিয়ে আপনার মনে হবে, "আহ! যদি একটু চিৎকার করে কাঁদতে পারতাম!"


No comments:

Post a Comment