লিখেছেন সাইফুল আলম
-----------------------------
মুভিটি এখানে পাবেনঃ Life Is Beautiful - 1997
পরিচালকঃ Roberto Benigni
অভিনয়েঃ Roberto Benigni, Giorgio Cantarini, Nicoletta Braschi এবং আরও অনেকে।
আইএমডিবি রেটিং - ৮.৬/১০ (৬ লক্ষ ভোট)
চলচ্চিত্রের ইতিহাসে এমন সুন্দর মুভি খুব কম তৈরি হয়েছে। আমি তো বলব, একজন মুভিপ্রেমী হিসেবে যে এই মুভিটা দেখে নাই, সে আসলে জীবনে বড় কিছু মিস করেছে। অনেকে হয়তো আমার এই কথাগুলো পড়ে হাসতেছে কিংবা আমাকে চাপাবাজ ভাবতেছে। সমস্যা নাই, ভাবতেই পারেন। তবে যারা দেখেছে তারা এমন কিছু ভাববে না বলে আমার দৃঢ় বিশ্বাস। মুভির কাহিনী নিয়ে কিছুই বলছি না।
কয়েকটা সংলাপ তুলে ধরার চেষ্টা করছি। যদিও শুধুমাত্র সংলাপ দিয়ে মুভির সেই পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরা অসম্ভব। মুভির নায়ক আসছে নতুন এলাকায়, ভাঙাচোরা ব্রেকহীন গাড়িতে করে ঘুরছে সে। কবুতরের চাপে নায়িকা উড়ে এসে পড়লো নায়কের ঘাড়ে। নায়কের সংলাপঃ
What a place here! It's beautiful! Pigeons fly, women fall from the sky. I am moving here.
চাচার হোটেলে গেছে নায়ক আর তার সহকারী। চাচা ঘুরে ঘুরে হোটেলের এটা ওটা দেখাচ্ছে। চাচার মুখে সংলাপঃ
Nothing is more necessary than the unnecessary.
নায়িকার স্কুলে গিয়ে স্কুল পরিদর্শকের পরিচয়ে সেই দৃশ্য, প্রধান শিক্ষকের চাপে পড়ে 'ইতালিয়ানরা কেন সেরা' বিষয়ে নায়কের সেই বক্তৃতা! ছেলের মন ভালো রাখতে জার্মান ভাষার অনুবাদ...
সত্যি বলতে এই মুভির প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ অসাধারণ।
No comments:
Post a Comment