Saturday, July 4, 2020

The Godfather - 1972

লিখেছেন সাইফুল আলম
------------------------------
দেখে ফেললাম বিখ্যাত সিনেমা দ্যা গডফাদার (১৯৭২)। মুভিটি এখানে পাবেন The Godfather - 1972

সত্যি কথা বলি, এই সিনেমা আগে একবার দেখা শুরু করে গডফাদারের মেয়ের বিয়ের অনুষ্ঠান পর্যন্ত দেখেছিলাম। আমার মনে হয়েছিল অতিরিক্ত সময় খেয়ে ফেলতেছে অযথা।

গতকাল রাতে আবার দেখা শুরু করি এবং সিদ্ধান্ত নিই ভালো লাগুক আর মন্দ লাগুক, শেষ না করে বন্ধ করব না। প্রায় ৩ ঘন্টা সময় চলে গেল কিভাবে বুঝতেই পারিনি।

আমিই ভুল ছিলাম। আগেই ধারণা করে রেখেছিলাম এটা ওভাররেটেড সিনেমা। না দেখার পিছনে আরও একটি কারণ ছিল অতিরিক্ত ভায়োলেন্স আশা করেছিলাম আমি। কিন্তু এমন ধারণা ছিল একেবারেই ভুল। অতিরিক্ত কোনো ভায়োলেন্স নাই, অথচ গা ছমছমে আবহ পুরো সিনেমা জুড়ে। বিশেষ করে জাদরেল গদফাদার দাদা যখন তার ছোট ছেলের বাচ্চাটার সাথে খেলতে খেলতে মারা গেল! আহ, এই এক দৃশ্যেই পয়সা উসল!

No comments:

Post a Comment