What a place here! It's beautiful! Pigeons fly, women fall from the sky. I am moving here.
Nothing is more necessary than the unnecessary.
আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/TheCinemates/ দ্যা সিনেমেটস টেলিগ্রাম চ্যানেল লিংকঃ https://t.me/joinchat/AAAAAEWw__Exu-URMPAFuw সিনেমেটস মুভি সার্ভার টেলিগ্রাম চ্যানেল লিংকঃ https://t.me/CinematesMovieServer
What a place here! It's beautiful! Pigeons fly, women fall from the sky. I am moving here.
Nothing is more necessary than the unnecessary.
সিনেমাটা স্টিফেন কিং এর উপন্যাসিকা ‘রিটা হেওয়ার্থ অ্যান্ড শশ্ঙ্ক রিডেম্পশন’ অবলম্বনে নির্মিত।
কিছু কিছু মুভি আছে যা দেখার পর তার ভালোলাগাটা অনেকক্ষণ, অনেকদিন থেকে যায়। The Shawshank Redemption ঠিক তেমন একটি মুভি; একদম অন্যরকম। নিজের স্ত্রী ও তার প্রেমিককে হত্যার দায় মাথায় নিয়ে জেলে যায় এন্ডি ডুফ্রেসনে (টিম রবিন্স)। সেখানে তার পরিচয় হয় এলিস বয়েড রিডিং (মর্গান ফ্রিম্যান) এর সাথে। ধীরে ধীরে জেলার থেকে শুরু করে কয়েদি সবার কাছেই প্রিয়পাত্র হয়ে উঠতে শুরু করেন এন্ডি ডুফ্রেসনে। কেন, কী কারণে সেটা আপনারাই দেখে নিতে পারেন। এখানে বলে দিলে মুভির মজাটাই চলে যাবে। সাজা কাটার প্রায় ১৯ বছর পর সে তার স্ত্রী ও প্রেমিকের হত্যা বিষয়ে জানতে পারে চমকপ্রদ তথ্য। কিন্তু তাতে কোন লাভ হয় না। অবশ্য সেটার কোন প্রয়োজনও ছিল না। কারণ, ডুফ্রেসনে তার মুক্তির পথ খুঁজে নিয়েছিল জেলে ঢুকেই এবং সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছিল।
মুভিতে একসময় অতি বিখ্যাত এই বাক্যটি উচ্চারিত হয়- Hope is a good thing, May be the best of things, And no good things ever dies. এই মুভির মূল ম্যাসেজ হল "আশায় বাঁচো"! টিম রবিন্স এবং মর্গান ফ্রিম্যানের অভিনয় এককথায় অনবদ্য ছিল। ব্যক্তিগতভাবে আমি মর্গান ফ্রিম্যানের অভিনয়ের ভক্ত। এই মুভিটা আপনার মধ্যে বিন্দুমাত্র বিরক্তি আনবে না। বরং আপনার মনে হবে মুভিটা বোধহয় ৫/৬ ঘন্টা সময়ব্যাপী হলে আরো ভালো হত। চাইলে আপনিও দেখে নিতে পারেন এই অসাধারণ মুভিটি।
আইএমডিবি রেটিং - ৯.৩/১০। (১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই অসাধারণ মুভিটি আইএমডিবি লিস্টে এখনও এক নাম্বার স্থান দখল করে আছে।)